“যুবক, তোর মনটা ভীষণ কালো”
————-খায়রুননেসা রিমি
মেসেঞ্জারটা আর লাগে না ভালো,
যুবক, তোর মনটা ভীষণ কালো।
মেসেঞ্জারে আর কখনও এলে,
ঘৃণা দিব ইচ্ছে মতো ঢেলে।
ঘৃণা করি ভীষণ রকম তোকে,
আসলে কাছে মারবে পাড়ার লোকে।
মনের মাঝে তোর জায়গা নাই,
ঘৃণা করেই ছেড়ে এলাম তাই।
ডাকিস যদি আর কখনও কভু,
মরে গেলেও আসবো না আর তবু।
ছোট মনের মানুষরা হয় বাজে,
লাগে না সে কখনও কারো কাজে।
হিংসা পুষে ভাব দেখিয়ে থাকিস,
অহঙ্কার টা বুকের মাঝে রাখিস।
ওটাই হবে চিরকালের সাথী,
দুঃখদিনে জ্বলবে না তোর বাতি।
১৮-০৫-২০
সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট।