মন বালককে বৃষ্টি ভেজা খোলা চিঠি—খায়রুন্নেসা রিমি

Slider সাহিত্য ও সাংস্কৃতি

মন বালককে বৃষ্টি ভেজা খোলা চিঠি
চিঠি নং ৪
—————-খায়রুন্নেসা রিমি
প্রিয় মন বালক,
বিকেল থেকেই ঝির ঝির করে বৃষ্টি হচ্ছে।
তুমিতো জানো বৃষ্টি এলে আমি কতোটা উদাসী আর রোমান্টিক হয়ে উঠি।
ক্রমাগত বাড়ছে বৃষ্টির ঝমঝমানি।
আজকের রাতটা অদ্ভুত রকম রোমান্টিক।
টিনের চালে বৃষ্টির ঝমঝম শব্দ বৃষ্টি বিলাসী
নারীকে বিবাগী করে তোলে।
বৃষ্টি মিউজিক উপভোগ করি আর
তোমার কথা ভাবি।
তোমার কথা ভাবতে ভাবতে কখন যে
বৃষ্টির জল আমাকে ভিজিয়ে একশা করে দিয়েছে কিছুই তা টের পাই নি।
টি শার্টে তোমাকে দারুণ মানায়।
নীল রংয়ের টিশার্টে তোমাকে অদ্ভুত সুন্দর লাগে।
মন চায় নীল টিশার্ট পরা তোমাকে সাথে নিয়ে
নীল শাড়ি পরে ঝুম বৃষ্টিতে ভিজি।
অথচ তুমি ঠিক তার উল্টো।
তুমি ভীষণ রকম অরোমান্টিক আর ঘাড় ত্যাড়া।
আমি ডানে যেতে বললে তুমি যাবে বামে।
মোট কথা আমাকে ক্ষেপিয়ে তুলতে পারলেই
তুমি রাস্তার ধারের রমিজ পাগলার মতো
দাঁত কেলিয়ে হাসো।
আমি যখন তোমাকে মনে মনে চাই
তখন তুমি ভুলেও আমার সাথে দেখা করবে না,
কাছে আসবে না।আমাকে স্পর্শ করবে না।
আমাকে ক্ষেপাতে পারলেই যেন তুমি স্বর্গ সুখ পাও।
নীল টিশার্টে তোমাকে আকাশের মতো উদার মনে হয়
অথচ তুমি মোটেও ততটা উদার নও।
মানসিক ভাবে তুমি অনেক বেশি দীন।
যতটা উদার তোমায় ভেবেছিলাম তুমি তার চেয়েও সংকীর্ণ। তোমার সংকীর্ণতা
আমাকে ভীষণ ভাবায়।
বাদ দাও ওসব।
তুমি তো ইদানিং বেশ ভালো লিখছো।
আজকাল কবি হয়ে ওঠার সমুহ সম্ভাবনা
তোমার মাঝে পরিলক্ষিত হয়।
তোমার মন বালিকাকে নিয়ে একটা
রোমান্টিক কবিতা লিখো প্লিজ…
মন বালক,
তোমাকে নিয়ে আমি মন খুলে কিছুই লিখতে পারি না।না পারার অপারগতা তুমি বেশ ভালোই বোঝো।
বৃষ্টিটা বড্ড বেরসিক।
তুমি কাছে নাই জেনেও ঝমঝম করে পড়েই যাচ্ছে।
বৃষ্টিমুখর মেঘলা দিনে —
তোমার গা ঘেঁসে বসে ধোঁওয়া ওড়া গরম কফি খাওয়ার মজাই আলাদা।
বৃষ্টি এলেই আমি বড় বেশি রোমান্টিক হয়ে উঠে
হৃদয় দিয়ে চষে বেড়াই তোমার
মনের অলি গলি।
মন বালক,
করোনা চলে গেলে তুমি আমি একদিন
কাক ভেজা হয়ে বৃষ্টিতে ভিজবো।
তারপর আমরা মেতে উঠবো আদিম খেলায়।
ইতি
তোমার বৃষ্টি বিলাসী মন বালিকা।

সিনিয়র শিক্ষক
সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ বারিধারা, ঢাকা।
১৩-০৫-২০
রাত ৯ টা ২০ মিনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *