শ্রষ্ঠার সৃষ্টি”
—- সাংবাদিক সাজ্জাত হোসেন
আদম সৃষ্টি করেছে আল্লাহ্
অতি মায়া করে,
ইবাদত করবে তারা
শুকরিয়া বরে।
আদম সৃষ্টির আগে ছিলো
জ্বীনেদেরই বাস,
নিজেদের দোষে তারা
হলো যে বিনাশ।
ফেরেশতা কুল বলে ছিলো
ওহে আল্লাহ্ শোনো,
তোমার ইবাদতে আমরা আছি
আদম সৃষ্টি কেন?
আল্লাহ্তে বলে-
তোমরা জেনে রেখো,
আমি যাহা জানি তা
তোমরা জানো নাকো।
বেহেশতে সৃষ্টি হলো
প্রথম যে আদম,
আদমেরই সঙ্গী রুপে
মা হাওয়ার জনম।
শয়তানেরই প্ররোচনায়
খেলো তারা গন্ধম,
শাস্তি স্বরুপ পৃথিবীতে
শ্রষ্ঠা করিলো প্রেরণ।
দু’জনকে দু’মেরুতে
পাঠিয়ে ছিলো,
মহানবীর কালিমার ওসিলায়
মিলন তাদের হলো।
মিলনেতে জোরে জোরে
সন্তান তাদের হলো,
আল্লাহর ইসারাতে
বিবাহ আসিলো।
একে একে বংশ বিস্তার
হতে যে লাগিলো,
আদি পিতা হতে কিয়ামত পূর্ব
এ রীতি চলিলো।