সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে আরও ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ নিয়ে টাঙ্গাইল জেলায় মোট ৪৪ জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে।
আজকে বৃহস্পতিবার (০৭ ই মে) বেলা সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, “গত বুধবার ১২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আজকে বৃহস্পতিবার তাদের ফলাফল পাওয়া যায়। আর এতে দেলদুয়ার উপজেলায় দুইজন, মির্জাপুর উপজেলায় দুইজন, ধনবাড়ি উপজেলায় তিনজন, গোপালপুর উপজেলায় দুইজন ও কালিহাতী উপজেলায় দুইজন ও ভূঞাপুর উপজেলায় একজনের ফলাফল পজিটিভ ধরা পড়েছে।”
তিনি আরও জানিয়েছেন, “করোনায় আক্রান্ত এ ব্যাপারে বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
উল্লেখ্য যে, কালিহাতী ও ধনবাড়ি উপজেলায় এই প্রথম করোনা রোগী শনাক্ত হলো।