লালমনিরহাটে নতুন করে আরও একজন করেনায় আক্রান্ত

Slider জাতীয় রংপুর


হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটে নতুন করে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি নারায়ণগঞ্জে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থা থেকে পালিয়ে এসেছেন।

সোমবার(৪মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা আবাসিক মেডিকেল অফিসার কালী প্রসাদ রায় এ তথ্য নিশ্চিত করেন।

আক্রান্ত ওই ব্যক্তি পাটগ্রাম উপজেলার মেসিরপাড় গ্রামের বাসিন্ধা। তিনি নারায়ণগঞ্জের শ্যামপুরে ঈগলু আইসক্রিম কোম্পানির জুনিয়র এডমিন অফিসার ছিলেন।

কালী প্রসাদ আরো জানান, নারায়ণগঞ্জ থেকে গত শনিবার(২মে)ট্রাকে করে পাটগ্রামের মেসিরপাড়ের গ্রামের বাড়িতে আসেন। ওই সময় স্থানীয়রা তাকে অসুস্থ দেখতে পেয়ে প্রশাসনকে বিষয়টি জানালে মেডিকেল বিভাগের চিকিৎসকরা নমুনা সংগ্রহ করে রংপুরে মেডিকেল কলেজে পাঠান। সেখান থেকে সোমবার সন্ধ্যায় পরীক্ষার রিপোর্ট পজেটিভি এসেছে। রিপোর্টে পজেটিভ আসার পর তাকে রাতে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আইসোলেশন ভর্তি করেন।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, রোববার তিনজনের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়িতে চলে গেছেন। নতুন করে এই ব্যক্তিসহ মোট দুই জন বর্তমানে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *