ঢাকা: জীবন ও কর্ম পরস্পর নির্ভরশীল হওয়ায় বিশ্ব মহামারিতে সীমিত আকারে খোলা হয়েছে পোষাক কারখানা। এই সব কারখানায় শারিরিক দূরত্ব ঠিক আছে কি না, তা দেখার জন্য বিভিন্ন কারখানা ঘুরে ঘুরে পর্যবেক্ষন করছেন গাজীপুরের পুলিশ সুপার শাসুন্নাহার পিপিএম।
আজ সোমবার তিনি জেলার শ্রীপুর উপজেলার কয়েকটি কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে কারখানার কাজের পরিবেশ, সামাজিক ও শারিরিক দূরত্ব, পরিস্কার পরিচছন্নতা এবং পোষাক কর্মীদের সুরক্ষার বিষয়টি সতর্কতার সাথে পর্যবেক্ষন করেন। একই সঙ্গে তিনি শ্রমিকদের নিয়মিত বেতন ভাতা পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে পৃথক পৃথক আলোচনা করেন। ঈদের আগে সকল কর্মীদের যাবতীয় বেতন ভাতা যেন সময় মত পরিশোধ করা হয় সেদিকে যথেষ্ট গুরুত্বারোপ করেন এসপি।