জুস খেয়ে হাসপাতালে স্কুলের ৬ ছাত্রী

বাংলার মুখোমুখি সারাদেশ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার লাকসামে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছয় ছাত্রী জুস খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা হলো- সোনিয়া আক্তার, স্বপ্না আক্তার, প্রিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস, সুমাইয়া আক্তার ও জাকিয়া আক্তার। তারা ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও অভিভাবক সূত্র জানায়, উপজেলার বাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছয় ছাত্রী স্কুল বিরতিতে স্কুলের বাহির থেকে টিফিন খেয়ে এসে শ্রেণি কক্ষে বসেছিল। এক পর্যায়ে তারা পেটে ব্যথা অনুভব করে। পরে ওই বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা বিকেল সাড়ে ৩টার দিকে অসুস্থ ওই ছয় ছাত্রীকে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
শিক্ষার্থী স্বপ্না আক্তারের পিতা দেলোয়ার হোসেন জানান, তার মেয়ে স্কুলে গুরুতর অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন, স্কুলের সামনের দোকান থেকে জুস খাওয়ার পর থেকে তারা অসুস্থ হয়ে পড়ে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী বলেন, ‘শিক্ষার্থীরা স্কুলের সামনের দোকান থেকে জুস কিনে খেয়েছে বলে আমাদের জানিয়েছে।’

 

এ প্রসঙ্গে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা জুস জাতীয় অস্বাস্থ্যকর কোনো খাবার গ্রহণ করেছিল, যার কারণে এ সমস্যা দেখা দিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *