বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

Slider তথ্যপ্রযুক্তি সারাবিশ্ব
101670_UK

বাংলাদেশ সফরের ব্যাপারে যুক্তরাজ্য তার নাগরিকদের সতর্কতা জারি করেছে। এদিকে ব্রিটিশ হাই কমিশন স্টাফদের গুলশানে বিএনপির গুলশান কার্যালয় এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছ।

 ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের (এফসিও) ইস্যু করা বৈদেশিক ভ্রমণ উপদেশে বলা হয়েছে, আপনি যদি বর্তমানে বাংলাদেশ সফরে থাকেন বা সফর করার ইচ্ছা করেন, কিংবা এমনকি আপনি যদি পারিবারিক বা ব্যবসায়িক কারণেও নিয়মিত সফর করেন, তবে আপনি নিয়মিত মিডিয়ার খবরে পর্যবেক্ষণ করবেন এবং এই ভ্রমণ উপদেশ আলোচনা করবেন।

এতে বলা হয়, আপনি অবরোধের সময় বাংলাদেশ ভ্রমণে গেলে আপনাকে সমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে যাওয়া উচিত। কারণ এগুলো যেকোনো সময় সহিংস হয়ে সম্পত্তি ও গণপরিবহণে হামলায় পরিণত হতে পারে। এতে মৃত্যু ও মারাত্মক ইনজুনিও হতে পারে।

এদিকে ব্রিটিশ হাই কমিশন স্টাফদের গুলশানে বিএনপির গুলশান কার্যালয় এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ভ্রমণ সতর্কীকরণ নোটিশে মধ্য ঢাকা বিশেষ করে রাজনৈতিক অফিসের আশপাশ, সরকারি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়া নিয়ন্ত্রিত করার উপদেশ দেয়া হয়েছে।

এতে বলা হয়, বিএনপির ডাকা বৃহস্পতিবারের হরতালে প্রতিদ্বন্দ্বি গ্রুপগুলোর মধ্যে সঙ্ঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাংচুরের খবর পাওয়া গেছে।

প্রতি বছর প্রায় ৭৫ হাজার ব্রিটিশ নাগরিক বাংলাদেশ ভ্রমণ করে।

সূত্র : ইউএনবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *