ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন করা হয়েছে। মন্দিরের ৩৬ জন করোনা আক্রান্ত হওয়ার পর শনিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে মন্দিরটি লকডাউন করা হয়। আক্রান্তদের মধ্য মন্দিরের পুরোহিত সেবায়েতরা রয়েছেন।আক্রান্ত সবাই মন্দিরের ভেতরে অবস্থান করছেন। লকডাউনের পর বাহিরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। মন্দিরের ওপর পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
গেণ্ডারিয়া থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক এনায়েত করিম সত্যতা নিশ্চিত করে মানবজমিনকে বলেন, শুক্রবার রাতে মন্দিরের ৩৬ জন আক্রান্ত হওয়ার খবর পেয়ে শনিবার সকালে পুলিশ মন্দিরটি লকডাউন করে দিয়েছে। আপাতত আক্রান্তদের ভেতরেই রাখা হয়েছে। মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের একজন সহকারি উপ পরিদর্শকও করোনা আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান।
পুলিশ জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে ইসকন মন্দির কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে বাইরের কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলো না। আগে থেকেই এই ৩৬ জন ভেতরে অবস্থান করছিলেন। কিছুদিন ধরে তাদের কয়েকজনের মধ্য করোনা উপসর্গ দেখা দেয়। তাই সবার একসঙ্গে করোনা পরীক্ষা করলে রেজাল্ট পজিটিভ আসে।