ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮১৩ জনের মৃত্যু

Slider জাতীয় সারাবিশ্ব

যুক্তরাজ্য: করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারও বেড়েছে। ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১৩ জনের। এর আগে শুক্রবার মৃতুবরণ করেছিল ৬৮৪ জন। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২০৩১৯ জনে।

এই মৃত্যুর পরিসংখ্যান শুধু যারা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ধারণা করা হচ্ছে, বাড়ি ঘরে এবং কেয়ার হাউজে আরও ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৯১৩ জন। শুক্রবার আক্রান্ত হয়েছিল ৫৩৮৬। বৃহস্পতিবার ৪৫৮৩ জন। গত বুধবার ছিল ৪৪৫১ জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ লাখ ৪৮ হাজার ৩৭৭ জন।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭১১ জন। স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪৭। ওয়েলসে ২৩ জন এবং উত্তর আয়ারল্যান্ডে এখনো তাদের মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেবে দেখা যায় মৃত্যুবরণ করেছেন ৭৮১ জন।

ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার দেয়া তথ্য মতে, বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছিলেন ৬১৬ জন। বুধবার মৃত্যুবরণ করেছিলেন ৭৫৯। মঙ্গলবার ৬৬৫ জন। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯৫০৬ জন। তবে শুধু ইংল্যান্ডেই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৮,০৮৪ জন। স্কটল্যান্ডে ১২৩১ জন। ওয়েলসে ৭৭৪ জন। উত্তর আয়ারল্যান্ডের তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *