হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে কেন্দ্র করে বাংলাদেশের ১শ ৫০ গজ অভ্যান্তরে প্রবেশ করে ৫ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর এক সদস্য খোকন ইসলাম ও স্থানীয় বাসিন্দা মালেক ও ফিরোজা বেওয়া নামে ২ জন আহত হয়েছে।
বুড়িমারী বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ওমর ফারুক জনান, বৃহস্পতিবার বিকালে বিএসএফ এক ভারতীয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে অভ্যান্তরে প্রবেশ করায়। এ এময় বিজিবি ও সীমান্তের এলাকাবাসী ঐ ভারসাম্যহীন ব্যাক্তিকে ধাওয়া দিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করায়। তার কিছুক্ষন পরেই পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যরা জিরো পয়েন্টে এসে বাংলাদেশের উদ্দেশ্যে রাবার বলেট ছুঁড়তে থাকে।
এ সময় সীমান্তের জিরো পয়েন্টের ৮৪২ ও ৮৪৩ নাম্বার মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফ অবস্থান নিয়ে।
তিনি আরো জানান, বাংলাদেশ সীমান্তের কাছ থেকে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে এবং একই ভাবে বিএসএফও তাদের পাশে সীমান্ত থেকে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে। বর্তমানে সীমান্তে থম থমে ভাব বিরাজ করছে।