ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, গানম্যান কিশোর কুমার কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ হত্যাকাণ্ড গানম্যানের ব্যক্তিগত দায়। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান মন্ত্রী।
শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
মন্ত্রী এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে গানম্যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
মন্ত্রী বলেন, গানম্যান কিশোর গত তিন দিন ধরে ডিউটিতে ছিল না। সরকারি অস্ত্র জমা না দিয়ে অপরাধ করলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ অপরাধের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে উপজেলার কুতুবদিয়া গ্রামে মাদক দ্বন্দ্বে শহিদুল নামে একজনকে গুলি করে হত্যা করেন মন্ত্রীর গানম্যান কিশোর সরকার। এ ঘটনায় শুক্রবার দুপুরে আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।