জিসিসির মেয়রের ত্রাণ যাচ্ছে প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে

Slider গ্রাম বাংলা জাতীয়


গাজীপুর: জিসিসির মেয়রের দেয়া ত্রাণ যাচ্ছে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে।

আজ সকাল পর্যন্ত অধিকাংশ ওয়ার্ডে ত্রাণ সামগ্রী পৌঁছে গেছে। কর্মীরা নিজস্ব লোকজন দিয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ত্রাণ সামগ্রীর প্যাকেট।

জানা গেছে মেয়র জাহাঙ্গীর আলম নগরীর ৫৭টি ওয়ার্ড কমিশনারকে ৫০০ করে প্যাকেট দিচ্ছেন। আর দলীয় লোকজন দিয়ে প্রতিটি ওয়ার্ডে ৫০০ করে প্যাকেট বিতরণ করছেন। ফলে প্রতিটি ওয়ার্ডে ১ হাজার কর্মহীন মানুষ ১৫ দিনের খাদ্রসামগ্রী পাচ্ছেন।

এ ছাড়া নারী কাউন্সিলর সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পৃথক পৃথকভাবে ত্রাণ সামগ্রী নিচ্ছেন। জরুরী প্রয়োজনে কেউ ফোন দিলে ত্রাণ পৌঁছে দেয়ার ব্যবস্থা আছে বলে জানিয়েছেন মেয়র অফিস।

গতকাল সোমবার গাজীপুর সদরের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাসান আজমল ভু্ঁইয়া নিজ ওয়ার্ডের জন্য ৫০০ প্যাকেট পেয়েছেন। বর্তমানে একটি স্কুল থেকে এ গুলো বিতরণ চলছে।

এ বিষয়ে আজমল ভুঁইয়ার ফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ছাড়া ২৬,২৭,২৯ সহ বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে ত্রাণ যাচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *