ডাকাতির ঘটনায় শঙ্কিত শ্রীপুরের ঔষধ ব্যবসায়ীরা

Slider বাংলার মুখোমুখি


নিজস্ব প্রতিনিধি, রাজধানীতে ঔষধের দোকান ও ফার্মেসীতে ডাকাতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার ঔষধ ব্যবসায়ীরা। বুধবার বেলা ৩টায় জৈনাবাজার ঔষধ ব্যবসায়ী সমিতির পক্ষে এক সংবাদ সম্মেলণে এ উদ্বেগের কথা জানান।

সমিতির সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক জানান, ইদানিং রাজধানীতে কয়েকটি ঔষধের দোকান ও ফার্মেসীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে দেখা গেছে শান্ত ও নিরিবিলি পরিবেশ পেয়ে খুব অল্প সময়ের মধ্যে ডাকাতদল দোকানে হানা দিয়ে টাকা-পয়সা লুট করে নিয়ে যাচ্ছে। ডাকাতির কাজে তারা পিস্তলসহ দেশীয় অস্ত্র নিয়ে হানা দিচ্ছে। দুই থেকে আড়াই হাজার দোকান রয়েছে জৈনাবাজারে। এমধ্যে মাত্র এক’শ দোকান রয়েছে ঔষধ ব্যবসায়ীদের। সরকারী নির্দেশে ঔষধদের দোকানবাদে অন্যান্য দোকানগুলো প্রায় সময়ই বন্ধ থাকায় বাজারটি শান্ত ও নিরিবিলি থাকে। এতে যেকোন সময় ডাকাত দল হানা দেয়ার সম্ভাবনা রয়েছে। এতে প্রাণহানিসহ বড় ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ডাকাতি রোধে বাজারের ঔষধ ব্যবসায়ীদের তারা প্রশাসনের কাছে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা চেয়েছেন।
এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রাজধানীর ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম শ্রীপুরের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ মোহাম্মদ শহিদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম, মাসুদ আলমসহ জৈনাবাজার ঔষধ ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *