কূটনৈতিক ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯)- এ মিনিটে মিনিটে আক্রান্তের সংখ্যা বাড়ছে। লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। দুনিয়ার কোনো মেকানিজমই যেনো কাজে আসছে। মঙ্গলবার ঢাকার সময় সকাল সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোভিড-১৯ মৃতের সংখ্যা ৭৪ হাজার ৬ শ ৮৫ ছাড়িয়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের আপডট করা সর্বশেষ তথ্য হচ্ছে- বিশ্বব্যাপী মোট আক্রান্ত ১৩ লাখ ৪৬ হাজার ৩ শ ৮১জন। এর মধ্যে ৭৪ হাজার ৬ ‘শ র বেশি মারা গেলেও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন ২ লাখ ৭৮ হাজার ৫ শ ৩৪জন। দুনিয়ার ২০৯টি দেশ ও অঞ্চলে এ পর্যন্ত করোনা আঘাতে হেনেছে জানিয়ে জরীপ সংস্থাটি ৭ ই এপ্রিলের আপডেট দিয়েছে। যাতে বলা হয়েছে- মোট নয় লাখ ৯৩ হাজার ১ শ ৭৫ জন করোনা আক্রান্ত দুনিয়ার বিভিন্ন হাসপাতালে রয়েছেন। এর মধ্যে প্রায় ৫ ভাগের অবস্থা খুবই সঙ্কটাপন্ন।
হাসপাতালের বেডে কাতরাচ্ছেন এমন সংখ্যা ৪৭ হাজার, তবে চিকিতসাধীন অন্য ৯৫ভাগ অর্থাৎ ৯ লাখ ৪৫ হাজার ৯শ ১৯ জনের বেশিরভাগের অবস্থা স্থিতিশীল। অনেকের শরীরিক অবস্থার উন্নতির দিকে। মাঝারি মানের অসুস্থ কিংবা ক্রিটিকাল কন্ডিশনে থাকা উভয় রোগীর ক্ষেত্রেই চিকিৎসকরাও চেষ্টা করে যাচ্ছেন। ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে- বলিভিয়ায় নতুন করে করোনায় ৩ জনের মৃত্যু এবং ১১ জন আক্রান্ত হয়েছেন। ঘানায় ৭৩ নতুন কেস রেকর্ড হয়েছে। ব্রাজিলে আরও দুজনের মৃত্যু এবং ৪৯জন নতুন করে আক্রান্ত হয়েছেন। নিউজিল্যান্ডে ৫৪ নতুন রোগী ধরা পড়েছে। দক্ষিণ কোরিয়ায় আরও ৬ জনের মৃত্যুসহ ৪৭ নতুন রোগী শনাক্ত হয়েছেন। মেক্সিকোতে আক্রান্ত ও মৃতের ঘটনা দুটোই নতুন রেকর্ড হয়েছে। ২৯৬ রোগী শনাক্ত হওয়া ছাড়াও ৩১ জন মারা গেছেন গত ২৪ ঘন্টায়।