প্রাণঘাতী করোনাভাইরাসে সৌদি আরবে ক্রমেই বেড়ে চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮ জনে।
এছাড়া দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮ জনে। এ নিয়ে মোট আক্রান্ত ২৫২৩ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬৩ জন, সর্বমোট সুস্থ হয়েছেন ৫৫১ জন।