ডেস্ক: মহামারী রূপ ধারণ করা নভেল করোনা ভাইরাসে মিনিটে মিনিটে মানুষ মারা যাচ্ছেন। সারাবিশ্বে ৬৪ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। আর আক্রান্ত হয়েছেন ১২ লাখেরও বেশি মানুষ।
যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডো মিটার বলছে এখন পর্যন্ত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬৪ হাজার ৬৬৭ জন। এ রোগে আক্রান্ত হওয়াদের আড়াই লাখ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে যুক্তরাষ্ট্রেই এখন সবচেয়ে বেশি চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। দেশটিতে তিন লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৭ জনের।
এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে।
দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৫ হাজার ৩৬২ জন। এরপরই আছে স্পেন। দেশটিতে মারা গেছেন ১১ হাজার ৯৪৭ জন। এ দুই দেশের পর বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মৃতের সংখ্যায় এরপর যথাক্রমে রয়েছে- ফ্রান্সে ৭ হাজার ৫৬০ জন, যুক্তরাজ্যে ৪ হাজার ৩১৩ জন, ইরানে ৩ হাজার ৪৫২ জন, চীনে ৩ হাজার ৩২৬ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফ্রান্সে। দেশটিতে মারা গেছেন ১ হাজার ৫৩ জন।