সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হাট বসানোর দায়ে ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজকে শনিবার (৪ই এপ্রিল ) সকালে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযাবে কালিহাতী উপজেলার আউলিয়াবাদ হাটের ইজারাদার শাহ-আলমকে ১০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়েছে।
উল্লেখ্য যে, এছাড়াও বিভিন্ন জায়গায় অযথা ঘোরাঘুরি ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর কারণে তিনজকে ১৫’শ টাকা জরিমানা করা হয়েছে।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা নিপা বলেছেন, “করোনা ভাইরাস সংক্রমণরোধে মানুষের সমাগম বন্ধে সব হাট বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এই নির্দেশনা অমান্য করে হাটের ইজারাদার হাট বসিয়েছিলেন। এজন্য তাকে জরিমানা করা হয়েছে। এছাড়া অযথা বাইরে ঘোরাঘুরি ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে তিনজনের কাছ থেকেও জরিমানা আদায় করা হয়েছে।”
তিনি আরও জানিয়েছেন যে,”সেনাবাহিনীর সহযোগিতায় ওই হাট বন্ধ করে দেওয়া হয়েছে।