সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীর রামপুর ভাষানী মার্কেটে আগুন লেগে ৯টি দোকান ও একটি কিন্ডার গার্ডেন স্কুল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্র পাত হয়।
কালিহাতী ফায়ার সার্ভিসের একটি দল প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।এসময় সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন,কালিহাতী সহকারি কমিশনার (ভূমি)শাহরিয়ার রহমান,বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির।
জানাগেছে,একটি গার্মেন্টসের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।বাজার লকডাউন থাকায় কোন লোকজন ছিলনা। পরে খবর পেয়ে বাজার বণিক সমিতি,স্থানীয়রা,ফায়ার সার্ভিসের একটি দল ও উপজেলা প্রশাসন দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো,সুতার দোকানে ১৪ লাখ,গার্মেন্টের দোকানে ১২ লাখ, শাড়ি কাপড়ের দোকানে ৩ লাখ,ষ্টেশনারি দোকানে ১০ লাখ,ওষুধের দোকানে ১২ লাখ,সেলুন,ইলেক্টনিক্স এর দোকানে ৩ লাখ,ডেকোরেটর দোকানে ১০ লাখ,রোজভ্যালি স্কুলের ১৫ লাখ টাকা, ঘর মালিকের ১৬ লাখসহ প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়।