নরসিংদী: নরসিংদীতে কালবৈশাখী ঝড়ে বাড়ীর দেয়াল ধসে পড়ে ইয়াছমিন (১৪) নামে এক বালিকা নিহত হয়েছে। এ ঘটনায় রত্না (১৬) ও হাসি (১০) নামে তার আরো দুই বোন গুরুতর আহত হয়েছে। নিহত ইয়াছমিন নরসিংদী শহরের বানিয়াছল এলাকার(বালুরচর) চা বিক্রেতা ইয়াছিন এর মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে তারা ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলেন । এমন সময় হঠাৎ করে কালবৈশাখী ঝড়ে তাদের বাড়ীর দেওয়াল ধসে তাদের উপরে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে । এছাড়া কালবৈশাখীর ঝড়ে নরসিংদী শহরের বেশ কিছু কাঁচা ও আধাপাকা ঘর-বাড়ী বিধ্বস্ত হয় এবং বহু গাছপালা ভেঙ্গে রাস্তায়পড়ে যায়। শহরতলীর বীরপুর, হাজীপুর, বানিয়াছল, তরোয়া,ভেলানগর, বাসাইল, বাগদি, চৌয়ালা, শালিধা এবং ব্রাহ্মন্দীএলাকায় বহু ক্ষয় ক্ষতি হয়েছে। নরসিংদী রেলস্টেশন রোডেটেলিফোন এক্সচেঞ্জ এর সামনে একটি গাছ পড়ে যান চলাচল বন্ধহয়ে যায়। এছাড়া ঝড়ে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধিন এলাকায় প্রায় ২ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।।