গাজীপুর: গাজীপুর সিটিকরপোরেশনের প্রায় ৫০০০ অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন গাজীপুর সিটির ৫৫নং ওয়ার্ড কাউন্সিলার আবুল হাসেম।। দুই দিন ধরে তিনি এসব ত্রান সামগ্রী বিতরণ করছেন।
জানা যায়, সারাদেশ লকডাউন। অসহায় মানুষ জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে পারছেন না করোনা ভাইরাসের কারণে। তারা অনেকেই অনাহারে দিন কাটাচ্ছে ভূমিহীন, ছিন্নমূল, হকার, লেবার, দিনমুজুর সহ নানা শ্রেনী পেশার মানুষ। তাদের পাশে দাঁড়ালেন গাজীপুর সিটি কর্পোরেশন এর ৫৫নং ওয়ার্ড কাউন্সিল আবুল হাসেম। দলমত নির্বীশেষে তিনি তার নিজের ব্যক্তিগত অর্থায়নে কলাবাগান মহল্লায় ২৫০টি, মেডিকেল এর পিছনের মহল্লায় ১২০টি ,চুড়ি ফ্যাক্টরী মহল্লায় ৩০০টি, জিন্নাত মহল্লায় ৩০০টি, মন্নু কোয়াটারে ১২০টি, নামা বাজার মহল্লায় ৭৫০টি, নিশাত মহল্লায় ১০০০টি,মাছিমপুর মহল্লায়৫০০টি পরিবার সহ সোনালী রোড়, তালতলা রোড়, শহীদ সুন্দর আলী রোড়ে আরো ৫০০পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।
তার সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক, নুর মোহাম্মাদ,মিজান মাস্টার , নুরইসলাম, নিশি আক্তার, হারুন উর রসিদ, কাইউম মাস্টার,জাকির, নিরব।বিএনপি নেতা জামাল উদ্দিন,আলআমিন,খোরসেদ, শাহজাহান সরকার,জসিম,মনির হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।