ঢাকায় মনিপরীপাড়াু তরুণ সংঘের উদ্যোগে জীবাণুমুক্ত ও খাদ্য উপকরণ বিতরণ

Slider ঢাকা

ঢাকা: মনিপুরীপাড়া তরুণ সংঘের উদ্যোগে পুরো এলাকা জীবাণুমুক্ত করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অসচ্ছল মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে খাদ্য উপকরণ।

মনিপুরীপাড়ার বাসিন্দাদের কাছে অনুরোধ করা হচ্ছে, কেউ প্রয়োজন ছাড়া যেন বাসা থেকে বের না হন।

মনিপুরীপাড়া তরুণ সংঘ করোনাভাইরাস প্রতিরোধে এবং জনগণকে সোচ্চার করতে নানা রকম কর্মকাণ্ড হাতে নিয়েছে। গরিব ও দুস্থ মানুষের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করছে। এতে করে দিনমজুর, দুস্থ ও গরিবেরা দেশের এ পরিস্থিতিতে তাঁদের পরিবার নিয়ে খেতে পারে বলে মনে করেন তাঁরা। মনিপুরীপাড়ার পরিচিত মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তাঁরা।

সংগঠনের পক্ষ থেকে আলমগীর হোসেন বিষয়টি নিয়ে বলেন, ‘আমরা চেষ্টা করছি যেন নিজের বাড়ির আশপাশের এলাকাটুকু ভাইরাসমুক্ত রাখতে। যে কারণে আমরা জীবাণুমুক্ত করার কর্মসূচি গ্রহণ করেছি। প্রতিদিন এলাকার প্রতিটি রাস্তায় জীবাণু মুক্তকারক ওষুধ দিচ্ছি। আমরা বাইরের কোনো গাড়ি এলাকায় আসতে দিচ্ছি না। আবার এলাকার কোনো গাড়ি বাইরে গেলে ফিরে আসার পর সেটাতে জীবাণু মুক্তকারক ওষুধ দিচ্ছি। এতে করে নিজের এলাকাকে ভাইরাসমুক্ত রাখতে চেষ্টা করছি।’

আলমগীর আরো বলেন, ‘শুধু তাই নয়, আমরা নিজের এলাকার মধ্যে যে অসচ্ছল মানুষ রয়েছেন, তাঁদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছি। আবার এসবের জন্য অর্থ সংগ্রহ করছি এলাকার পরিচিত মানুষের কাছ থেকে।’

দেশের সব সামাজিক সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে আলমগীর বলেন, ‘সারা দেশেই মনিপুরীপাড়া তরুণ সংঘের মতো সংগঠন রয়েছে। সবাই যদি নিজেদের মতো কাজ করেন, তবে সারা দেশে করোনাভাইরাস মোকাবিলা সহজ হবে বলে আমরা মনে করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *