করোনা নিয়ন্ত্রণে আরও কঠোর হচ্ছে বিশ্ব

Slider জাতীয় সারাদেশ


কভিড-১৯ করোনাভাইরাস নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) রবিবার ঘর থেকে জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়ার নির্দেশনা কঠোরভাবে পালনের আহ্বান জানিয়েছে। বিশ্বের অন্যান্য দেশও তার ব্যতিক্রম নয়। যুক্তরাষ্ট্রের নিইয়র্কে সামাজিক দূরত্ব না মানলে ২৫০ থেকে ৫০০ ডলারের জরিমানা এবং সমন জারির বিধান করা হয়েছে। এছাড়া সমগ্র যুক্তরাষ্ট্রেই আরও ৩০ দিন সামাজিক দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

হন্ডুরাসে বাড়ানো হয়েছে কারফিউর মেয়াদ, ১২ এপ্রিল পর্যন্ত থাকবে কারফিউ। রাশিয়ার মস্কো শহরটাকেই কোয়ারেন্টাইন করে রাখা হচ্ছে ৩০ মার্চ থেকে। পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। ১৪ দিন নাগরিকদের চলাফেরা নিয়ন্ত্রণে নির্দেশনা দেওয়া হয়েছে নাইজেরিয়া।
নিউ জিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশে চলছে জরুরি অবস্থা ও লকডাউন। পরিস্থিতি খারাপ হতে থাকায় লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, ইতালি। মিয়ানমারে এন্ট্রি ভিসা বাতিল করা হয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে চীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *