মৃত্যুর গহীন ঘর দরজা দুয়ার খুলে ডাকে-আয় আয়…!
নির্বাক-ধূসর বালিয়াড়ি উড়াউড়ি সন্ধ্যায়,
অপলক চোখ শুধু চেয়ে চেয়ে দেখে ধূসর ধোঁয়ায়
বিরান বিবশ বুক বিদীর্ণ করে রক্তস্রোতে, ভালোবাসা থেকে যায় বন্ধ্যায়।
নীলিমার নীলে শুভ্র মেঘেরা ভাসে শ্যাওলার মত
দেয়ালে দেয়ালে খেয়ালের পানকৌড়ি রক্তাভ চোখে
হাতছানি দিয়ে ডাকে নিদানে….,
তোমার আমার প্রেম অকালেই মরে হয় খাক!
দাঁড়কাক ডাকা ভর রোদ্দুরে লালা ভেজা জিহবাটা হয় নির্বাক,
একাকী বিবসনা গাঙচিল- মরে যায় লেনদেন বিনে।।
যাপিত বিহানকালে কলরব করে তবু ঘাসফুল
শিশিরের ফোঁটা ঝাড়ে দূর্বাদল, সকরুণ অশ্রুপাতে….
তোমাতে আমাতে তবু বাসাবাঁধে, একঝাঁক নিষ্কাম অভিমান
মরণের পাল্কী আসে চার বেহারায়,পাঁজরের ঝাঁপিটা দোলাতে দোলাতে…….।।
_________________২৯ মার্চ ২০২০