প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে কাঁপছে গোটা বিশ্ব। সেই তাণ্ডবের মাঝে করোনায় আক্রান্তদের সেবা দিতে গিয়ে একের পর এক মৃত্যুবরণ করছেন চিকিৎসকরাও। গত মঙ্গলবার চিকিৎসকদের মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছেন পাকিস্তানের উসামা রিয়াজ।
দেশে আসা বিদেশফেরত করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে মারা যান তিনি। তবে মৃত্যুর আগে বিশ্ববাসীকে ভয়াবহ সতর্ক বার্তা দিয়েছেন চিকিৎসক উসামা রিয়াজ।
উসামা রিয়াজ লাহোরের একটি নার্সিং হোমের চিকিৎসক। ইরান ও ইরাক থেকে ফিরে আসা করোনা আক্রান্তদের চিকিৎসা দিচ্ছিলেন তিনি। মৃত্যুর ঠিক ৩০ মিনিট আগে হাসপাতালের বেডে শুয়ে মোবাইলে একটি ভিডিও করেন করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক রিয়াজ।
ওই ভিডিওতে তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে একেবারেই রসিকতা নয়। এ ভাইরাস ভয়ংকর। সাবধানে থাকুন। সচেতন থাকুন।
এ ভাইরাসের সঙ্গে লড়তে হবে। দেশকে বাঁচাতে, বিশ্বকে বাঁচাতে সবাইকে একজোট হতেই হবে। আমার পরিবার, আপনার পরিবার সবাইকে এই ভাইরাস থেকে রক্ষা করতে হবে…।’
এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৩৩১ জন। আর মারা গেছেন ২১ হাজার ৫২৪ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৮৩৩ জন।