করোনাভাইরাসের কারণে দেশের বর্তমান পরিস্থিতিতে ইন্টারনেট ও টেলিফোন–সেবাকে জরুরি পরিষেবা হিসেবে ঘোষণা করা হয়েছে। এ খাতের কর্মীরা পরিচয়পত্র সঙ্গে নিয়ে প্রয়োজনীয় কাজ চালিয়ে যেতে পারবেন।
আজ মঙ্গলবার বিকেলে এ–সংক্রান্ত পরিপত্র জারি করেছে সরকার।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। সরকারি অফিসগুলোতে আজ বুধবারই শেষ কর্মদিবস। আগামীকাল বৃহস্পতিবার থেকে সব সরকারি অফিস বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু বিভিন্ন জরুরি প্রয়োজনে ইন্টারনেট ও টেলিফোনের প্রয়োজন হবে। এমন অবস্থায় ইন্টারনেট ও টেলিফোন সেবা খাতকে নিরবচ্ছিন্ন রাখতে এই সেবাকে জরুরি পরিষেবা ঘোষণা করার অনুরোধ করেছিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এরপর সরকার এ সিদ্ধান্ত নিল। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জনসংযোগ কর্মকর্তা ম. শেফায়েত হোসেন।