চীনে গেল ৬ দিনের মধ্যে ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে টানা পাঁচ দিন নতুন করে কোন করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়নি।
হুবেই প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চীনের স্থানীয়দের মধ্যে সোমাবারে নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে উহান শহরে নতুন ৭ জনের মৃত্যু হয়েছে যাদের সবাই বাইরের দেশ থেকে আগত।
এদিকে ৪ হাজার ২শ রোগীর মধ্যে সোমবার ৪৪৪ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১২০৩ জনের অবস্থা আগের মতই আছে, ৩৩৬ জনের অবস্থা গুরুতর।
হুবেই প্রদেশে এ পর্যন্ত ৬৭ হাজার ৮০১ জনের কোভিড-১৯ নিশ্চিত করা হয়েছে যার মধ্যে শুধুমাত্র উহান শহরের ৫০ হাজার ৬ জন। আর এ পর্যন্ত হুবেই প্রদেশে প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ১৬০ জন।