নীলফামারী: নীলফামারীতে গত ২৪ ঘন্টায় বিদেশফেরত নতুন করে হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৪১ জন। ভারত থেকে ফিরে স্বেচ্ছার পরিবারসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়ালো ১৪৫ জনে।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, গত ২৪ ঘন্টায় জেলায় বিদেশ ফেরত নতুন করে আরো ৪১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে জেলায় বর্তমানে ১৪৫জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। জেলায় হোম কোয়ারেন্টাইন সর্ম্পূণ হয়েছে ৫৬ জনের। তারা সকলে সুস্থ্য আছেন।
অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, বিদেশ থেকে যারা আসছেন তাদেরকে অবশ্যই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমি সে কারনে পরিবারের সদস্যদের নিয়ে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছি।