করোনাভাইরাস নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিং আজ রোববার হচ্ছে না।
প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অনলাইনে ব্রিফিং করার প্রস্তুতি নিতেই আজকের ব্রিফিং হবে না। সাংবাদিকদের সরাসরি উপস্থিতিতে ব্রিফিং না করে বিকল্প উপায়ে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিফিংয়ের জন্য কাজ চলার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকেলের মধ্যে যদি অনলাইনে ব্রিফিংয়ের প্রস্তুতি শেষ না হয়, তবে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সবশেষ পরিস্থিতি জানিয়ে দেওয়া হবে।’
দেশে প্রথম তিনজন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয় ৮ মার্চ। গত ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘোষণা করে সরকার। এরপর শনিবার প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়। একই সঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অন্য ১৯ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে আইইডিসিআর নিয়মিত সংবাদ ব্রিফিং করে আসছিল।