ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ ঠোকাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৪ দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল থেকে ২রা এপ্রিল পর্যন্ত অফিস বন্ধ থাকবে। এ ছাড়া বৃহস্পতিবার বেলা ১১টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক ছাড়া অন্য সব ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।