জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সঙ্গে খেলা ১১ ম্যাচের ৭টিতে জিতেছে বাংলাদেশ। হার বাকি ৪ ম্যাচে।
বাংলাদেশ এ সিরিজকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিয়েছে। গতকাল রোববার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও বিশ্বকাপ প্রসঙ্গ এনেছেন বেশ কয়েকবার। তিনি বলেন, ‘ টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব বেশি দিন দূরে নেই। আমার মনে হয় এটা সঠিক সময় যেন আমরা দল হিসেবে ভালো করতে পারি। প্রতিটি ম্যাচ ধরে যদি আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে পারি, ভালো খেলতে পারি ও জিততে পারি, তাহলে বিশ্বকাপ পর্যন্ত আমাদের একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে।’
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম বিপ্লব।।