সিলেট প্রতিনিধি :: আজকের সুর্য উদিয় হওয়ার সাথে সাথে শুরু হয়ে স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চ। মহান স্বাধীনতার মাসকে বরণ করে নিতে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।
পহেলা মার্চ রবিবার সকালে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালটের সামনে থেকে শুরু হয়ে আনন্দ শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহন করেন, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন কার্যালয়ের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
.