সোনাগাজী:রফেনীর সোনাগাজীতে ‘গোলাগুলিতে’ দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি ডাকাত দলের অভ্যন্তরীণ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ২টি একনলা বন্দুক ও ১ রাউন্ড তাজা গুলিসহ ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এখন পর্যন্ত নিহত এক জনের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশের দাবী বৃহস্পতিবার রাতে মঙ্গলকান্দি ইউনিয়নের বিসমিল্লাহ ব্রীকফিল্ডের পশ্চিম পাশে দুপক্ষের গোলাগুলিতে তারা নিহত হয়েছে। পুলিশ তাদের পরিচয় জানাতে পারেনি।
অনুসন্ধানে জানা গেছে, নিহতের একজনের নাম শরিফ। তার বাড়ি আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে।
নিহত শরিফের বাবা ওবায়দুল হক বলছে বৃহস্পতিবার ফেনী আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। শরিফের পরিবার বলছে বৃহস্পতিবার ফেনী আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করেন। শুক্রবার সকালে তার মৃত্যুর খবর পান পরিবার।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুদ্দিন আহমেদ জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা দুইজনকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে লাশ ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্থানীয় মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, দুই ডাকাত গ্রুপের সংঘর্ষে গোলাগুলিতে এ ঘটনা ঘটতে পারে।