অস্ত্র ও মাদক মামলায় শামিমা নূর পাপিয়ার পরিচয় যাই হোক না কেন তার অপরাধ অনুযায়ী বিচার হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মি. মনমোহন প্রকাশের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেছেন, পাপিয়ার সঙ্গে আরো কারা কারা অপকর্মের সঙ্গে জড়িত সবাইকে খোঁজা হবে। ওবায়দুল কাদের বলেন, অপরাধী অপরাধ অনুযায়ী শাস্তি পাবে। এ সরকার দলের হোক, দলের বাইরে হোক, অপরাধীকে পার পেয়ে যেতে দেয়নি। সব অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে। পাপিয়ার পরিচয় যাই হোক অপরাধী হিসেবে অপরাধ অনুযায়ী তার বিচার হবে।
তিনি বলেন, অপরাধের বিচার করতে গেলে তো পেছনের লোক খোঁজা হয়, হবে না কেন। যখন আদালতে বিষয়টি যাবে তখন আদালতে সব কিছুই আসবে।
আইন-শৃঙ্খলা বাহিনী ধরেছে, দলের শুদ্ধি অভিযানে তাকে ধরা হয়নি কেন, এমন প্রশ্নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ সরকারের আমলে আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধের জন্য যাদেরকে গ্রেপ্তার করেছে, শাস্তি দিচ্ছে, আদালতে যাচ্ছে, সেটি কি সরকারের ইচ্ছার বাইরে হচ্ছে। সরকারের এ বিষয়টাতে সায় আছে বলেই সরকার এসব ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে আছে।
ফলে আজ আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে সে স্বাধীনতা দেওয়া হয়েছে অপরাধ, অন্যায়, অপকর্ম যারা করবে তাদের যে পরিচয় হোক, ব্যবস্থা নিতে হবে।