রোগী সেজে হাসপাতালে ভর্তি, উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি

Slider জাতীয় সারাদেশ

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে অনাকাঙ্খিত ঘটনা সৃষ্টি করতে আতঙ্ক ছড়াতে রোগী সেজে ভর্তি হয়েছিলেন শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল। সিসিইউর সামনে কয়েকবার ঘোরাফেরা করেছেন, এখানে চিকিৎসাধীন রয়েছেন যুবলীগের সাবেক নেতা ইসমাইল চৌধুরী সম্রাট।

শনিবার বিকেলে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম। ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মাজহারুল ইসলাম ওরফে শাকিল ওরফে শাকিল মাজহারকে (৩৫) আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সারওয়ার বিন কাশেম বলেন, শাকিল সিটি নির্বাচনকে সামনে রেখে ১২ই জানুয়ারি দেশে আসেন। মূলত আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের নির্দেশ ও সহযোগিতায় দেশে নতুন করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আন্ডারওয়ার্ল্ডের নেতৃত্ব দিতে তিনি দেশে ফেরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *