আশরাফুল নিষিদ্ধ থাকবে ৮ বছর

Slider খেলা গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ সারাবিশ্ব

Ashraful_912419675
গ্রাম বাংলা ডেস্ক: দোষ স্বীকার করেছেন এক বছর আগে। শাস্তি পেতে সময় লেগে গেলো এক বছর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল সবধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্যে নিষিদ্ধ হয়েছেন এবং ১০ লাখ টাকা জরিমানা করেছে ট্রাইব্যুনাল।

ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক শিহাব চৌধুরীকে ক্রিকেটের যেকোনো কার্যক্রম থেকে ১০ বছর নিষিদ্ধ ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিন বছর নিষিদ্ধ হয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার লু ভিনসেন্ট। ছোট অপরাধের কারণে ১৮ মাস নিষিদ্ধ করা হয়েছে শ্রীলঙ্কার কৌশল লুকারাচ্চিকে।

ট্রাইব্যুনালের রায় দেন সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী।

রায়ের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের বিচার কাজ আজ শেষ হয়েছে। এই ট্রাইব্যুনালে আমরা দশজনের বিরুদ্ধে বিচার করেছি। এর আগে ২৬ ফেব্রুয়ারি রায় দিয়ে ছয়জন নির্দোষ আর চারজনকে দোষী সাব্যস্ত করেছি। আইন অনুযায়ী, এই চারজনের বিবাদীদের কেউ কেউ খরচের আবেদন করেছেন। বিশেষ করে যারা খালাস পেয়েছেন, সেটাও আমরা বিবেচনা করেছি।’

আশরাফুলের বিরুদ্ধে আনিত প্রতিটি অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তিনি শাস্তি পাবেন যেদিন থেকে তিনি নিষিদ্ধ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *