জলের উপর ভাসছো কতো
দেখতে সবুজ মাঠের মতো
নাম বলতে নেই মানা
মন্ত্রী মশাই ঠাট্টা করে
বললো হেসে বাট্টা ধরে
খাও কচুরি পানা।।
দুধেল গাভী খায় চিবিয়ে
বলদও খায় নাক ডুবিয়ে
খরচ হয়না চাষে
মানুষ চাইলে খেতে পারে
খেলে গায়ে শক্তি বাড়ে
কচুরিপানার আঁশে।।
শোল-কচুরির সুপ বানিয়ে
দেহের সাথে নাও মানিয়ে
রোজই খেতে পারো
টেংরা পুঁটি চিংড়ি দিয়ে
কচুরিপানার ঝোল রাধিয়ে
স্বাদটা নিতে পারো।।
খামোখা ওই মন্ত্রীর উপর
রাগ ঝেড়োনা সকাল-দুপুর
মন্ত্রীর কি দোষ বলো
সোনার দামে সব্জি কিনে
তরকারি খাই পিঁয়াজ বিনে
তার’চে কচুরি খাই চলো।।