আচমকাই কেঁপে উঠল গোটা উত্তরবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। শনিবার সন্ধ্যা ছ’টা নাগাদ মাঝারি কম্পন অনুভূত হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ভূমিকম্পের উৎসস্থল অসমের বঙ্গাইগাঁও শহর থেকে ২১ কিলোমিটার দূরের অভয়াপুরি। রিখটার স্কেলে তার কম্পনমাত্রা ছিল ৫।
এ দিন সন্ধ্যায় হঠাৎ করেই কেঁপে ওঠে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বড় অংশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৬’টা ১৭ মিনিটে কম্পন শুরু হয়। কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় চলে আসেন। এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
অসমের বঙ্গাইগাঁও জেলা ভূমিকম্পের উপকেন্দ্র হওয়ায় উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে। সে সব জায়গাতেও আতঙ্কে মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন বলে জানা গিয়েছে। উত্তর পূর্ব ভারতের ওই অংশ থেকেও এখনও বড় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।