শামীমাকে বাংলাদেশের নাগরিকত্ব চাইতে বলেছে বৃটিশ ট্রাইবুনাল

Slider জাতীয় বাংলার মুখোমুখি


ঢাকা: আইনি লড়াইয়ে হেরে গেলেন আইএস বধু খ্যাত শামীমা বেগম। বৃটেনের স্পেশাল ইমিগ্রেশন আপিল কমিশন (সিয়াক) তাকে বাংলাদেশের নাগরিক হিসেবে আখ্যায়িত করেছে। জানিয়েছে, বংশানুক্রমিকভাবে শামীমা বাংলাদেশের নাগরিক। তাই তার বৃটিশ নাগরিকত্ব বাতিল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়। একইসঙ্গে বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, শামীমা বাংলাদেশের নাগরিকত্ব চাইতে পারেন বলেও মন্তব্য করেছে ওই আপিল কমিশন।

এর আগে গত মাসে শামীমা বেগমের বৃটিশ নাগরিকত্ব বাতিল করেছিলো দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। তখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেন শামীমার আইনজীবী। তিনি শামীমাকে বৃটেনে ফেরার সুযোগ দিতেও অনুমতি চান আদালতের কাছে।

তবে সিরিয়া গিয়ে আইএস জঙ্গিদের বধূ হিসেবে পরিচিত হওয়া শামীমা মামলার প্রথম ধাপে হেরে গেছেন। এ মামলার রায় দেয় দেশটির জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট মামলার বিচারকাজ হয় এমন আংশিক-গোপন আদালতের একটি ট্রাইবুনাল। রায়ে বলা হয়, যেহেতু শামীমা বেগম রাষ্ট্রহীন অবস্থায় নেই তাই তার নাগরিকত্ব কেড়ে নেয়া আন্তর্জাতিক আইন অনুযায়ী বে-আইনি নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *