মো:আলীআজগর খান পিরু: কমিশন চাইনা নকল ঔষধ কিনবনা,এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগর বোর্ডবাজার ঔষধ ব্যবসায়ী সমিতির উদ্দ্যোগে জনসচেতনতা মূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টার সময় বোর্ডবাজারের ঔষধ ব্যবসায়ী সমিতির সকল সদ্যস মিলে এ র্যালী ও পথসভা করেন। ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি শরিফ মেডিকেল হল এর আলহাজ্ব মো:মুহসিন আনছারীর সভাপতিত্বে এই জনসচেতনতা মূলক র্যালী ও পথসভা হয় ।র্যালীটি ঢাকা-ময়মনসিংহ রোড বোর্ডবাজার কেন্দ্রিয় জামে মসজিদ এর সামনে থেকে শুরু হয়, আই,ইউ,টি গেইট এর সমনে দিয়ে প্রদক্ষিণ করে বোর্ডবাজার তৃপ্তি হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সমনে দিয়ে আলহেরা তৈলের পাম্প প্রদক্ষিণ করে,তারপর আল-হোসাইন ফার্মেসীর সামনে এসে সকলে মিলে একটে পথসভা করেন।
পথসভায় ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আল-হোসাইন ফার্মিসীর আলহাজ্ব মো:মোতালিব হোসেন বলেন,ঔষধ খেলে মানুষ সুস্থ হয় জীবন রক্ষা পায় সেই জীবন রক্ষাকারী ঔষধ যেন কোন দোকান্দার নকল ও ভ্যাজাল ঔষধ বিক্রয় না করেন,সকল ব্যাবসায়ীদের প্রতি তার এই আহব্বান,তিনি বলেন প্যাকেটের গায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত মূল্যো দেয়া আছে সেই মূল্যে যেন সকলে ঔষধ বিক্রিয় করেন।ঔষধ ব্যবসায়ীদের মাঝে কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা নকল ও ভেজাল ঔষধ ডিসকাউন্টে বিক্রিকরে।এমনটি যেন না করে তাই সকল ঔষধ ব্যবসায়ীদের নজর রাখতে বলেন।যদি ধরাপরে তাহলে তাদের আইনঅনুগ ব্যবস্থা নেয়া হবে।প্যাকেটের গায়ে যে মূল্যো দেয়া আছে সেই মূল্যে যেন পাইকারি ও খুসরা দোকান্দার সকল ঔষধ বিক্রয় করেন বলে তিনি অনুরুধ করেন।র্যালী ও পথসভায় উপস্থিত ছিলেন,সহ-সভাপতি মো:আবুল হোসেন আল-মদিনা মেডিকেল হল,সহ-সভাপতি মো:বাবুল আখতার তাছিব ফার্মিসী,সহ-সাধারণ সম্পাদক মো:জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ড্রাগ হাউজ,সাংগঠনিক সম্পাদক মো:নুরুল ইসলাম মা ফার্মিসী,সহ-সাংগঠনিক আপন ফার্মিসীর মো:মনির হোসেন (আপন)সহ সমিতির সকল সদস্য বৃন্দ।