নারায়ণগঞ্জ: কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবিতে নারায়ণগঞ্জে মহাসম্মেলনের মঞ্চের পেছনের অংশ ভেঙ্গে পড়ে গেছে।
আজ শনিবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাঁহে সম্মেলন চলাকালে বিকেল সাড়ে ৪টায় হঠাৎ করেই মঞ্চের পেছনের অংশ ভেঙ্গে যায়। ওই সময়ে সেখানে হুড়োহুড়ি শুরু হয়। তবে অক্ষত রয়েছেন প্রধান অতিথি হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফিসহ অন্যরা।
এর আগে সকাল থেকেই সমাবেশের কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই হাজার হাজার মুসল্লির ঢল নামে। যোহর নামাজের পর থেকে মুসল্লিদের ঢল হাজার পেরিয়ে লাখে গিয়ে দাঁড়ায়, যা এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।
বিকেল ৪টায় মঞ্চে উপস্থিত হন আল্লামা শফি।
বিকেল সাড়ে ৪টায় ওই ময়দানেই আসরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে অনুষ্ঠানের কার্যক্রম শুরু মাত্র মঞ্চের পেছনের অংশ ভেঙ্গে পড়ে। একই সময়ে মঞ্চের নিচের বাঁশ খুলে গেলে মঞ্চ নিচে নেমে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।