হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঠাণ্ডাজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়।
ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারি আব্দুল মতিন জানান, ঠাণ্ডাজনিত কারণে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি। এদিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতি মণ্ডলির মূলতবি বৈঠক ছিল। এ বৈঠকে কাদেরের সভাপতিত্ব করার কথা ছিল। কিন্তু তার শারীরিক অসুস্থার কারণে তা বাতিল করা হয়।