শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।দূতাবাসের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলা হয়েছে, আমরা ঢাকার জন্য একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সিটি কর্পোরেশন নির্বাচন কামনা করছি। একটি ছবিও শেয়ার করেছে দূতাবাস।
এরআগে সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। সেসময়ও তিনি অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দেন। এছাড়া, মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের কর্মকর্তারা দুই সিটির চার মেয়র প্রার্থীর সঙ্গে দু’ দফায় বৈঠক করেন।