“অহঙ্কারী বালক”
—-+–খায়রুননেসা রিমি
তুমি এখন আর আমার হৃদয় স্পর্শ করো না।
তোমার কোনো কিছুই এখন আর-
আমায় আগের মতো টানে না।
তোমার অহঙ্কারকে পায়ে পিষে ইচ্ছে করেই তোমাকে ছেড়ে এলাম।অহঙ্কারী মানুষ আমার দুচোখের বিষ।
কিসের এতো অহঙ্কার তোমার?
কি ভাবো নিজেকে?
অথচ আমি তোমায় চুল দিয়েও গুনি না।
তা যদি জানতে তবে কবে থেমে যেত তোমার
মিথ্যা আস্ফালন।
এবার আমি তোমায় অবমূল্যায়ন করবো,
আবজ্ঞা করবো।
জগতের সব “অ” গুলো আজ তোমায় দিলাম।
তুমি এখন অ সর্বস্ব অহঙ্কারী বালক।
তোমায় শুধু উপেক্ষাই করা যায়।
ভালোবাসার যোগ্য তুমি নও।
অহঙ্কারী বালক,
তোমায় ঘৃনার ডাস্টবিনে ছুঁড়ে ফেলে
আজ আমি মন খুলে হাসি।
ভীষণ ভালো আছি তোমায় ভুলে।