সিলেট প্রতিনিধি :: উস্তাজুল হুফফাজ ও বাংলাদেশ হুফফাজুল কোরআন ফাউন্ডেশন সভাপতি শায়খ আব্দুল হক বলেন, কোরআনের আদর্শে সমাজ গড়ে তুলতে এবং কোরআনের রাজ কায়েম করতে কোরআন পাঠে পারদর্শী হতে হবে, আর এ জন্য কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (২৩জানুয়ারী২০২০) মারকাযুল কোরআন সিলেট-এ বিশেষ মশক্ব প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে শায়খ আব্দুল হক উপরুক্ত কথা বলেন।
মাদ্রাসার মোহতামিম হাফিজ শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা আব্দুল হাই আল-হাদীর সঞ্চালনায় উক্ত বিশেষ মশক্ব প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুফফাজুল কোরআন বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফজলুর রহমান, মাদ্রাসার সিনিয়র উস্তাদ মাওলানা মুয়াফিকুল ইসলাম, নূরানী বিভাগীয় প্রধান মাওলানা ছদরুল আমিন চৌধুরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি ইসলাম উদ্দিন তালুকদার, হোসাইন আহমদ, নাঈম আহমদ, রিয়াজ উদ্দিন, জাকওয়ান আহমদ, সালেহ আহমদ, সাজিদুর রহমান মিলন, তাসলিম উদ্দিন, মাহফুজুর রহমান প্রমুখ।