ঢাকা:২০ দলীয় জোট প্রধান ও বিএনপি চেয়ারপারসন দুপুর ১২টার কিছু পরই নয়া পল্টনে সমাবেশের যোগ দিতে রওনা হবেন। গুলশান কার্যালয়ে অবরুদ্ধ থাকলেও তিনি আজকে ডাকা সমাবেশে যোগ দিতে দৃঢ়প্রতিজ্ঞ।
গুলশান কার্যালয়ে অবস্থানকারী বিএনপি মহিলা দলের নেত্রী ও সাবেক সংসদ সদস্য রেহানা আকতার রানু নয়া দিগন্তকে জানিয়েছেন, খালেদা জিয়া দুপুর ১২টার পর নয়া পল্টনে ডাকা সমাবেশে যোগ দিতে রওনা হবেন।
কার্যালয় সূত্রে জানা যায়, খালেদা জিয়া খুব ভোরে ঘুম থেকে জেগেছেন এবং বের হওয়ার যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন।
গতকাল বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, সোমবার নির্ধারিত সমাবেশ হবেই। সব বাধা উপেক্ষা করে সবাইকে সমবেত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল।
এছাড়া লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন সফল না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। এ আন্দোলনে দল-মত নির্বিশেষে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সর্বশক্তি দিয়ে শরিক হওয়ার আহবান জানান তিনি। যেদিন এই সরকারের বিদায় হবে, সেদিনই নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে। এর আগে কারও কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। চলমান আন্দোলন চালিয়ে যেতে হবে।