আগামী ৩০শে জানুয়ারী ভোট বর্জন করে অঞ্জলি দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় হিন্দু মহাজোট। আজ রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির নেতৃবৃন্দ। সংগঠনটি বলছে, তফসিল অনুযায়ী ৩০শে জানুয়ারিই যদি ভোটের আয়োজন হয়, তাহলে সেদিন সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সরস্বতী পূজা করে রাজপথে অঞ্জলি নিয়ে কালো পতাকা মিছিল করবেন তারা। নির্বাচন কমিশন সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন করার সিদ্ধান্তে অটল থাকলে ভোট বর্জন করা ঘোষণা দেন সংগঠনটি। সংবাদ সম্মেলনে জাতীয় হিন্দু মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে বলেন, প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করা উচিৎ। যারা একটি গোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়, তারা সাংবিধানিক পদে থাকতে পারে না। সরস্বতী পূজার দিনে ভোটের তারিখ রাখার মধ্য দিয়ে নির্বাচন কমিশন হিন্দু সম্প্রদায়ের আস্থা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভোটের তারিখ বদলের দাবির সঙ্গে সব রাজনৈতিক দলের প্রার্থীদের একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই কমিশনের প্রতি আমাদের আর আস্থা নেই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহাজোটের সমন্বয়কারী শ্যামল কুমার রায়, ভারপ্রাপ্ত সভাপতি প্রভাস চন্দ্র মহল।