টঙ্গী: জোবায়ের পন্থীদের প্রথম পর্ব শুরু হয়েছিল ১০ জানুয়ারী। প্রথম পর্ব শেষ হয় ১২ জানুয়ারী। আজ থেকে শুরু হয়ছে মাওলানা সা’দ পন্থীদের ইজতেমার দ্বিতীয় পর্ব। শেষ হবে ১৯ জানুয়ারী। এরই মধ্যে প্রশাসন জোবায়ের পন্থীদের বিদায় করে সা’দ পন্থীদের হাতে ইজতেমার দায়িত্ব হস্তান্তর করেন। কিন্তু গতকাল রাতে জোবায়ের পন্থী কয়েক মুসল্লী সা’দ পন্থীদের ইজতেমার নানা অসংঙ্গতির অভিযোগ ফেইসবুক লাইভে প্রচার শুরু করে। এই সময় জোবায়ের পন্থী কয়েকজন এসে ইজতেমার ৩নং গেটে দুই ব্যাক্তিকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন।
আটক ব্যাক্তিদের নাম মোঃ মাকসুদুল হক (৩০) ও মোঃ রেদোয়ান হোসেন (৩৫)। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা সদরে।