ঢাকা: রাজধানীর বংশালে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। গতকাল রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে তার পরিবারে লোকজন।
শিশুটির মা বলেন, গত বুধবার বিকালে বাসায় কেউ না থাকায় বাড়িওয়ালার নাতি রায়হান (১৭) শিশুটিকে ধর্ষণ করে। শিশুর বাবা একটি দোকানে চাকরি করে। সেও দোকানে ছিলো। শিশুটি বাসায় একাই ছিলো।
তিনি আরও জানান, বাসা ফাকা পেয়ে রায়হান শিশুটিকে ধর্ষণ করে। পরে বাসায় ফিরলে শিশুটি ধর্ষণের কথা বলে। এ ঘটনা নিয়ে বাড়িওয়ালার কাছে গেলে সে এবং তার মেয়ে বিভিন্ন অজুহাতে পুলিশ এবং হাসপাতালে যেতে দেয়নি।
বিকাল থেকে মেয়ের অবস্থা খারাপ হতে থাকে। পরে হাসপাতালে ভর্তি করা হয়