প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সরকার। রুশ প্রধানমন্ত্রী ইতিমধ্যে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস ও আরআইএ। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বর্তমান সরকারের পদত্যাগের পর প্রেসিডেন্ট পুতিন নতুন সরকার গঠনের বিষয়ে তার সিদ্ধান্ত প্রকাশ করবেন।
কোনো সূত্রের বরাত না দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, নতুন সরকার গঠনের পূর্বে বর্তমান সরকারকে দায়িত্ব পালন করে যেতে নির্দেশনা দিয়েছেন পুতিন। এতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদ দেয়া হচ্ছে মেদভেদেভকে। বুধবার পুতিনের বার্ষিক স্টেট অফ দ্যা নেশন বক্তৃতা দেয়ার কিছুক্ষণ পরেই এ পদত্যাগের ঘোষণা আসে।
বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য দেশজুড়ে ভোটের আয়োজনের প্রস্তাব করেন পুতিন।
এতে ক্ষমতা প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রীর হাতে চলে যাবে। ফলে তার এ মেয়াদের পরও তিনি ক্ষমতায় থাকতে পারবেন।